হোসাইন মোহাম্মদ দিদার শনিবার বেলা ১২:১৯, ২৪ আগস্ট, ২০২৪
দাউদকান্দি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন উপজেলা জামায়াতে ইসলামী নেতারা।
শুক্রবার ( ২৩ আগষ্ট) সকাল ১১টায় গৌরীপুর গ্রীন লাইফ রেস্তোরাঁয় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বিগত সরকারের বিভিন্ন স্বেচ্ছাচারী কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আমরা অতীতে ফিরে যেতে চাই না।
আওয়ামী লীগ সরকার দেশে একক ক্ষমতা লোভী হয়ে এই দেশকে ধ্বংসের স্তুপে পরিণত করেছেন।
এতেও তারা থেমে নেই। ছাত্র- জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচারী হাজার হাজার খুনীর জননী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়ে এখনও শেখ হাসিনা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করছেন। আমাদের সজাগ থাকবে হবে। যত আঘাত আসে আমরা এই দেশের শান্তিপ্রিয় ছাত্র-জনতার পাশে থেকে এর দাঁতভাঙা জবাব দিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা জামাতের শূরা সদস্য আবুল বাসার বলেন,” আমরা ইনসাফ ভিত্তিক একটা দেশ গড়তে চাই।
যারা ধ্বংসের রাজনীতি করে তাদের এসব প্রতিহিংসা পরায়ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান করছি। আগামীর দিনগুলোতে আমরা সকল ভেদাভেদ ভুলে এক কাতারে চলতে চাই।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— জেলা মজলিস শূরা সদস্য, উপজেলা জামায়াতে ইসলামী আমির মনিরুজ্জামান বাহলুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন এসিট্যান্ট সেক্ট্রেটারী, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, দাউদকান্দি পৌর আমির আবুল কাশেম প্রধানীয়া, কুমিল্লা পশ্চিম জেলা শিবির সভাপতি জিসান আহমেদসহ জামাত-শিবিরের অনেক নেতাকর্মী।