দাউদকান্দিতে ব্লাড ফর দাউদকান্দির উদ্যোগে ইফতার মাহফিল

হোসাইন মোহাম্মদ দিদার
সোমবার রাত ১১:৪৬, ১০ মার্চ, ২০২৫
আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর দাউদকান্দির উদ্যোগে রমজানের নবম দিনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (১০ মার্চ)
বিকেলে পৌরবাজার আহম্মাদীয়া প্লাজার রুফ টপে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি আব্দুস সাত্তার।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবক মো. কামাল হোসেন, সংগঠনের সহ-সভাপতি মেহেদী রনি, রাজনৈতিক ও সমাজসেবক জামালউদ্দিন মোল্লা, মোল্লা সোহেল।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপহার তুলে দেন ব্লাড ফর দাউদকান্দির পৃষ্ঠপোষক আব্দুস সাত্তার। সর্বোচ্চ রক্তদাতাদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন—ব্লাড ফর দাউদকান্দির প্রতিষ্ঠাতা তৌফিক রুবেল, এডমিন রেজাউল, ইয়াসিন,রোমান মিয়াজি,রিটু সরকার, মেহেদী হাসান হিমু, শামীম, আবু সাইদ, খালেদ সাইফুলল্লাহ, জসীম উদ্দিন, সাইজউদ্দিন।
পরে ইফতারের আগে এক মুনাজাতের মাধ্যমে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজাহান তালুকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকার।