দাউদকান্দিতে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন মেজর মোহাম্মদ আলী
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার সন্ধ্যা ০৭:৩৯, ৭ ফেব্রুয়ারী, ২০২১
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আজ রবিবার করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ফ্রন্টলাইনার(করোনাকালীন সম্মুখ যোদ্ধা) হিসেবে দাউদকান্দি উপজেলায় প্রথম ব্যক্তি হিসেবে টিকা গ্রহণ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী।
আজ রোববার (০৭ ফেব্রুয়ারি ২০২১) সকাল ১০:৩০ মিনিটে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে তিনি,দাউদকান্দি উপজেলার প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনুর আলম সুমন, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মো. জামাল উদ্দিন ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা।