ঢাকা (সকাল ৯:২০) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে ইএনও’র সভাকক্ষে আঃলীগের নেতাকর্মীদের হাতাহাতি

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০৮:৪৭, ৯ জানুয়ারী, ২০২৪

ঘটনাটি ঘটেছে (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে।

 

ঐদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফলাফল ঘোষণা করছিলেন ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম।

 

এর মাঝে হঠাৎ বাকবিতন্ডার জেরে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি করেন পার্শ্ববর্তী তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের আজম খান।

 

এক ভিডিওতে দেখা গেছে আজম খানকে থাপ্পড় মারেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার।

 

এক পর্যায়ে দুজনই মারমুখী হয়ে ওঠেন। পরে আশপাশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেরকে শান্ত করার চেষ্টা করেন।

 

তবে ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম জানান,” নির্বাচনের দিন উপজেলা পরিষদের সভাকক্ষে কে বা কারা হাতাহাতি করছে এটা আমি খেয়াল করিনি,তবে যারা এমন ঘটনা করেছে তাদেরকে পরে শান্ত করার চেষ্টা করা হয়েছে।

 

আর আমি যেখানে বসে রেজাল্ট ঘোষণা করেছি তারা (যারা হাতাহাতি করেছে) তারা আমার থেকে দূরে ছিল যে কারণে আমাদের সমস্যা হয়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT