ঢাকা (দুপুর ২:২৬) সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে আ.লীগের মিথ্যা প্রচারের প্রতিবাদ জানিয়ে বিএনপি সংবাদ সম্মেলন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার বিকেল ০৫:১৫, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ” বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক আইডি থেকে বিএনপি নেতাকর্মীরা থানার অস্ত্র লুটপাট ও ভাংচুর শিরোনামে আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেছেকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

 

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

 

এতে ঐ মিথ্যা প্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন— দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।

 

তিনি ভিডিওটির প্রচারকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, স্বৈরাচারের দোসররা এখন মিথ্যা ও অপপ্রচার করে দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে। এদেরকে আইনের আওতায় আনা না হলে এই দেশের মানুষ ভালো থাকতে পারবে না।

 

তিনি বলেন, প্রকৃতপক্ষে থানার অস্ত্রলুট ও ভাংচুর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

এছাড়াও এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার,

পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—

আমেরিকা ইনক এর সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার,

সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাচ আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT