ঢাকা (সকাল ৭:১৯) রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ইজিবাইকের ধাক্কা, নারী শ্রমিক নিহত

ওবায়দুর রহমান প্রতিবেদকঃ ওবায়দুর রহমান Clock প্রকাশের সময়ঃ শনিবার বিকেল ০৪:১৫, ২৫ মে, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় আফরিন পারভীন (২৭) নিহত হয়েছে। নিহত নারী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দামগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

এ ঘটনায় ইজিবাইকের চালক ও যাত্রীসহ আহত হয়েছেন সাতজন।

শুক্রবার সকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রুকনাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা, আফরিন পারভীন উপজেলার কলতাপাড়া বাজারের ডেলটা স্পিনার্স মিলে শ্রমিক হিসাবে কাজ করতেন।

শুক্রবার সকালে আফরিন সহ আরো ছয়জন নারী শ্রমিক কাজে যোগ দেয়ার জন্য ইজিবাইকে চড়ে মিলে আসছিলেন।

পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রুকনাকান্দা এলাকায় আসতেই ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়। ইজিবাইকের সামনের বামপাশে বসা আফরিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালক ও যাত্রী সহ সাত জন। ইজিবাইকটি দুমড়ে মুষড়ে যায়।

আহত হন চালক রাহাত মিয়া, সাদিয়া আক্তার, ঝর্না আক্তার, নাসিমা খাতুন, শিরিনা আক্তার, মোছাঃ রহিমা ও শাকিবা আক্তার।

আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT