দর্শনা সীমান্ত দিয়ে ভারতের দেয়া ১০টি রেল ইঞ্জিন বাংলাদেশে প্রবেশ করলো
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ০১:১৫, ২৮ জুলাই, ২০২০
মো: জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ভারতের দেওয়া উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন ২৭ শে জুলাই সোমবার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলটি ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায় দর্শনা রেল স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ের ৮ সদস্য প্রতিনিধি দলের কাছে ১০টি ব্রডগেজ গ্রান্ট লোকোমোটিভ হস্তান্তর করেন। সোমবার ২৭ জুলাই সরবরাহকৃত ভারতীয় ১০টি ব্রডগেজ লোকোমোটি (ট্রেন ইঞ্জিন) ভারতের গেদে-দর্শনা আন্তর্জাতিক রেলস্টেসন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফুলে ফুলে সাজানো ১০টি লোকোমোটিভটি দর্শনা আন্তর্জতিক রেলস্টেশনে পৌঁছানোর সাথে সাথে ভারতীয় প্রতিনিধি দলকে বাংলাদেশে রেলওয়ে প্রতিনিধি দল ফুলের শুভেচ্ছা জানান। এ সময় চুয়াডঙ্গা ২- আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম) মিহির কান্তি গুহ, অতি: মহা-পরিচালক (রেলভবন) মনজুর উল আলম চৌধুরী, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী মো: কুদরতই খোদা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (পাকশি) মো: আসাদুল হক, চিফ সুপারিনটেনডেন্ট মো: শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।