ঢাকা (রাত ১০:৪৩) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহিদদের স্মরণে লোহাগড়ায় স্মরণসভা অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে দুই ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীরের শপথ গ্রহণ Meghna News সুশিক্ষিতরাই জাতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যায় : আব্দুস সাত্তার Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা

ঢাকা সিটির নির্বাচন লোক দেখানোর নির্বাচন : মওদুদ

রাজনীতি ২৬৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:২৮, ৩ জানুয়ারী, ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচন প্রহসনের নির্বাচন হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তাঁতী দলের উদ্যোগে ‘স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং আজকের বাস্তবতা, বেগম খালেদা জিয়ার জামিন প্রাপ্য কিন্তু প্রতিহিংসার বিচারে অবরুদ্ধ জামিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ঢাকা সিটির নির্বাচন লোক দেখানোর নির্বাচন। গ্রেপ্তার করা হচ্ছে প্রার্থীদের। একদিকে গ্রেপ্তার, ভয়ভীতি আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনী প্রচারণা চলছে। এই নির্বাচন প্রহসন ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে পারলে সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করবে। সেটা তারা করতে দেবে না। রাজনৈতিক সরকারে অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না সেটাই তারা প্রমাণ করবে।

২০১৯ সালে সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মিথ্যা কথা বলা ছাড়া কোনো ক্ষেত্রে সরকার সফলতা দেখাতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। ২০১৯ সাল অভিশাপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ভারত থেকে অনুপ্রবেশকারীরা বাংলাদেশি-বিজিবি মহাপরিচালকের এ বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রতিবাদ তো দূরের কথা, তারা গ্রহণ করে নিচ্ছেন। এর চেয়ে বড় লজ্জার কথা বাংলাদেশের মানুষের জন্য আর কিছুই হতে পারে না। তিনি বলেন, সরকার গভীরভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে নিজেদের অবদমিত করেছে।

আন্দোলন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। যদি আমরা কিছু করতে পারি, তাহলে আমাদের এখনই করা উচিত। সময় পার হয়ে যাচ্ছে।’
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে জানান, বিচার বিভাগের ওপর সরকারে রাজনৈতিক প্রভাব পড়েছে তার একটি উদাহরণ হচ্ছে মানবিক কারণে খালেদা জিয়ার জামিন না দেওয়া।

বিরোধী দলগুলো আন্দোলন করতে পারছে না, সরকারদলীয় নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগও বিভিন্ন সময়ে আন্দোলন করতে পারেনি। ক্ষমতাসীনদের দেখিয়ে দেওয়ার মতো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ ছাড়া ভারত থেকে কতজন বাংলাদেশে ঢুকেছে, সে তালিকা প্রকাশের দাবি জানান মান্না। তিনি বলেন, ৩০ ডিসেম্বর পুলিশ অনুমতি না দিলেও তিনি সমাবেশ করতে পেরেছেন।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT