ঢাকা (রাত ১১:২৭) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে রাস্তা পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রাস্তা পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০৯:৩২, ৯ এপ্রিল, ২০১৯

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরের স্বর্ণকার পট্টি থেকে মির্জা পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সরকারের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ে শহরে পৌনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পৌরসভা। আর এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ টাকা।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ জনগণের সরকার; জনগণের দ্বারপ্রান্তে উন্নয়ন পৌছে দিতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর। ঠাকুরগাঁও সদর আসনে ব্যাপক উন্নয়নমূলক কর্মসংস্থান হবে; এতে করে এ অঞ্চলে বেকারত্ব কমে আসবে। আমরা চাই দেশের মানুষ সুখে-শান্তিতে দিনযাপন করুক।
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা মহিলা লীগের সভাপতি দৌপদী দেবী আগারওয়ালা, সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT