ঢাকা (সকাল ৭:৫৪) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; নিহত-২,আহত-১

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০২:৩৭, ১৮ জুন, ২০১৮

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক ও কাওছার নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রবিউল নামে  আরো একজন।
আজ রবিবার(১৭ জুন) বিকেলে সদর উপজেলার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ফারুক ও কাউসার সদর উপজেলা জামালপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায় , জামালপুর এলাকার বাসিন্দা ফারুক,কাউসার ও রবিউল ইসলাম বিকেল তিনটার দিকে মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় তারা মথুরাপুর এলাকায় পৌঁছালে  বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা আহসান এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও কাওসারকে মৃত ঘোষণা করেন এবং অপর মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT