ঢাকা (রাত ১০:৫৫) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:১৮, ৯ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে ম্যারাথন উদ্বোধন করেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

সদর উপজেলা পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র ডিডি হেমায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার সহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারীগণ।ম্যারাথনে প্রায় সহসাধ্রিক প্রতিযোগী অংশ নেন।

ম্যারাথনটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শুরু হয়ে বাসষ্ট্যান্ড ও সত্যপীর ব্রীজ হয়ে ডিসি পর্যটন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থিত মুজিববর্ষ চত্বরে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT