ঢাকা (সকাল ৬:২৯) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


টিকার জন্য বয়সসীমা ১৮ করার কথা ভাবা হচ্ছে:স্বাস্থ্যমন্ত্রী

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪৭, ১৫ জুলাই, ২০২১

করোনার টিকা দেওয়ার বয়সসীমা ১৮ বছর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ–সংক্রান্ত নির্দেশনা আছে। আর করোনা–বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে সম্প্রতি ২০ লাখ ডোজ টিকা এসেছে। ওই দেশ থেকে আরও দেড় কোটি টিকা আসবে। চীনের এই টিকার পাশাপাশি কোভ্যাক্স থেকে চলতি মাসেই অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বের বয়সীদের টিকা দেওয়ার যুক্তি হলো আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের আমি টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।’

জাহিদ মালেক আরও বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের একটি বছর নষ্ট হয়েছে। তারা স্কুল-কলেজে যেতে পারছে না। এটি দেশের জন্য, জাতির জন্য ঝুঁকি হয়ে যাবে। সে জন্য এই বয়সীদের টিকা দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছি।’

গ্রামের লোকের টিকার নিবন্ধন করতে অসুবিধা হয়। এ জন্য তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নেওয়ার পরিকল্পনাও হাতে নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এটি পরে চালু করা হবে।

জাহিদ মালেক বলেন, ‘এই করোনার মধ্যেও আমরা ৫০ হাজার লোক নিয়োগ দিয়েছি।আরও চার হাজার নার্স ও দুই হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT