টানা তৃতীয়বারের মত মেয়র হলেন সৈয়দ রফিকুল ইসলাম
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শনিবার রাত ১০:১২, ৩০ জানুয়ারী, ২০২১
শনিবার (৩০ জানুয়ারী) ৩য় ধাপে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম(বিদ্রোহী আওয়ামী লীগ)। নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি।
আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রহিম উপজেলা পাবালিক হলে ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন। গৌরীপুর পৌরসভার বেসরকারী ফলাফলে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে সৈয়দ রফিকুল ইসলাম পেয়েছেন ৭৮৭৮ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি পেয়েছেন ৭২৬৬ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আতাউর রহমান আতা পেয়েছেন ১০৩২ ভোট, ন্যাপ মনোনীত কুঁড়েঘর মার্কার আবু সাঈদ ফারুকুজ্জামান পেয়েছেন ৭৯ ভোট, চামচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু কাউছার চৌধুরী রন্টি পেয়েছেন ২৩৯ ভোট, স্বতন্ত্র মোবাইল ফোন প্রতীকের প্রার্থী আব্দুল কাদির পেয়েছেন ১৫ ভোট, স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী তাহরিমা আক্তার চুমকি পেয়েছেন ১১ ভোট।
সংরক্ষিত আসনে যারা কাউন্সিলর হয়েছেন ১,২,৩নং ওয়ার্ডে চশমা প্রতীকের প্রার্থী দিলুয়ারা আক্তার, ৪,৫, ৬নং ওয়ার্ডে অটোরিক্সা প্রতীকের প্রার্থী রোজিনা আক্তার মিতু, ৭,৮,৯ নং ওয়ার্ডে জবাফুল প্রতীকের প্রার্থী সালেহা আক্তার।
সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী আব্দুর রউফ মোস্তাকিম, ২নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, ৩নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকের প্রার্থী মোঃ মাসুদ মিয়া, ৪নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী মোঃ নূরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে বø্যাকবোর্ডের প্রতীকের প্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া, ৬নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী এমরান মুন্সি, ৭নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মোঃ নাজিম উদ্দিন, ৮নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী সাদেকুর রহমান সাদেক, ৯নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম ভূঁইয়া।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি কেন্দ্রের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছবি তুলতে গিয়ে এনটিভি ও একাত্তর টিভির ২জন ক্যামেরাপারসন আহত হয়।