ঢাকা (রাত ৮:৫২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার বেলা ১২:২৩, ২৪ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ প্রায় ৭৫ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে আরও ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকাজ জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন।

এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিলেন বলে জানা গেছে। ওই লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বলেন, তাদের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধারকাজ করছে। ঘন কুয়াশায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

কামাল হোসেন ভূঁইয়া আরও বলেন, লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT