ঢাকা (সকাল ৮:৪৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


জুড়িতে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসির বিক্ষোভ সমাবেশ

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বুধবার বিকেল ০৫:২৯, ১০ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা সড়কে দীর্ঘদিন সংস্কার কাজ বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সড়কের ভবানীপুর নামক স্থানে শত শত বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি রাস্তায় ফেলে এ অবরোধ পালন করেন।

অবরোধ পালন কালে এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও গণ্যমানব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় অসংখ্য যানবাহন আটকা পড়ে মানুষের ভোগান্তি হলে ও ক্ষুব্ধ জনতা অবরোধ সমর্থন দিয়ে পায়ে হেটে প্রতিবাদ জানান।

অবরোধ চলাকালে উপস্থিত জনতার উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ।

বক্তারা বলেন,গত ২০১৮ সালে জুড়ী ফুলতলা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।গত তিন বছর যাবত এ এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্গতি ভোগ করছে। জায়ফরনগর, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের শত শত মানুষ ধুলোবালির কারণে স্বাসকষ্ট,হাঁপানি,সর্দি-জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মতো পরিস্হিতি সৃষ্টি হয়েছে। ঠিকাদার এই রাস্তার কাজের শুরু থেকে প্রচুর অনিয়ম ও দুর্নীতি করে নিম্নমানের কাজ করছ আসছে। এলাকাবাসি বার বার তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ও কোন সুরাহা পাচ্ছেননা,কে এই প্রভাবশালী ঠিকাদার? জনগণ জানতে চায়।জনগণ রুখে দাঁড়ালে তার বিষদাঁত উপড়ে ফেলা হবে।অচিরেই কাজ শেষ না করলে উপজেলার ৬ টি ইউনিয়নের মানুষ বৃহৎ আন্দোলনে মাঠে নামবে।

এসময় বক্তারা আরও বলেন,জুড়ী বড়লেখার মাটি ও মানুষের পরম বন্ধু,এই এলাকার বার বার নির্বাচিত সংসদ সদস্য, বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন সাহেবের হস্তক্ষেপ দ্রুত কামনা করছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT