এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা বুধবার রাত ০১:৪৬, ১৯ জানুয়ারী, ২০২২
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন পরিষদ এর মানবিক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মো.জাকির হোসেন এর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এলাকাবাসির মতে,জাকির হোসেন এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মিথ্যা অভিযোগ এর ভিত্তিতে জজ মিয়া আহতদের মামলায় আসামি করা হয়ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মুক্তির দাবিতে সোচ্চার এলাকার কর্মীসমর্থকরা।
সাধারণ জনগণের মুখে মুখে দাবি ওঠছে এই জনপ্রিয় চেয়ারম্যানকে দ্রুত মুক্তি দিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে সুযোগ দেওয়ার।
জানা যায়, মানিকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংহিতা’য় জজ মিয়া নামে এক ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন হাসপাতালে ছিলেন সেই মামলায় তার(জজ মিয়ার) ভাই আবু সায়েদ বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেনসহ আরও কয়েকজনকে আসামী করেন।
১৬ জানুয়ারি (রোববার) ৩ নং আমলী আদালত এর বিচারক জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে জামিন চাইলে জামিন নামুঞ্জর করে জনপ্রিয় চেয়ারম্যান জাকির হোসেনসহ আরও ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেন।