চৌগাছায় আট জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১১:০৭, ২ জুন, ২০২০
যশোর প্রতিনিধি: যশোর চৌগাছায় জুয়ার আসর থেকে আট ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের মাছবাজার-সংলগ্ন ইজিবাইক-স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে চৌগাছা থানা পুলিশ।
ওই সময় তাদের কাছ থেকে ১১ হাজার ১১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেফতার জুয়াড়িরা হলেন, চৌগাছা সদর ইউনিয়নের মন্মথপুর গ্রামের নূর হোসেনের ছেলে চা-দোকানি মগরেব হোসেন (৩৫), মোয়াজ সর্দারের ছেলে মিন্টু (৩৬), মুনছুর রহমানের ছেলে ছামাউল ইসলাম (২৯), একই ইউনিয়নের লস্করপুর গ্রামের মুনছুর আলীর ছেলে হাসান আলী (৩৫), শহরের কারিগরপাড়ার আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন (৩৫), মাঠপাড়া গ্রামের তপুউল্লাহর ছেলে মো. শরীফ (৩০), পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর গ্রামের কামাল বিশ্বাসের ছেলে মো. মিঠুন (৩৬) এবং স্বরূপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে রবিউল ইসলাম (৪৮)।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়, এসআই হাসানুজ্জামান, এএসআই সুমন হোসেন, এএসআই ইব্রাহিম রাসেল এই অভিযানে নেতৃত্ব দেন।থানার সেকেন্ড অফিসার বিপ্লব রায় বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার মগরেব আলীর চায়ের দোকানে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।