চুয়াডাঙ্গায় দুই পুলিশ, এক বিজিবি সদস্যসহ নতুন করোনায় আক্রান্ত ৪ জন
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:০৫, ১৪ জুন, ২০২০
মো: জহিরুল ইসলাম (জনি), চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় দুই পুলিশ এবং এক বিজিবি সদস্যসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে উল্লেখ্য জেলায় মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৪।
১৪ জুন রবিবার চুয়াডাঙ্গার স্বাস্থ্যবিভাগ এই তথ্য জানান। নতুন শনাক্তর ৪ জনকে আইসোলেশনে রাখা হবে।
চুয়াডাঙ্গায় এই নিয়ে মোট ১৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলো। দর্শনা থানার ইনচার্জ মো: মাহবুর রহমান কাজল করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে। উল্লেখযোগ্য যে এর মধ্যে একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছে এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৮৭ জন।