চিরনিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু
নিজস্ব প্রতিনিধি বুধবার সন্ধ্যা ০৬:২৪, ৪ ডিসেম্বর, ২০১৯
মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ চিরনিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু। তিনি, আসাম প্রদেশের হাই কমিশনার খান বাহাদুর আলী আমজদ সাহেবের নাতনী, আসব আলী খান সাবরেজিস্টার সাহেবের বড় মেয়ে, সাবেক মন্ত্রী এস এ বারী এ টি সাহবের ভাবী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাঙালির জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি ইতিহাসের স্মরণীয় দিনের বায়ান্নোর সেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মেয়েদের আন্দোলনের মিছিলে পুলিশের ব্যারিকেড ভেঙে নেতৃত্বদানকারী, ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় নবীন চন্দ্র স্কুল ফুটবল মাঠে জানাজা শেষে তাহার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।