ঢাকা (রাত ১২:৪৩) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্বাস্থ্য সেবায় বিজিবি’র মেডিকেল ক্যাম্প

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:০১, ১৫ অক্টোবর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে বসবাসকারী জনসাধারনের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার কিরণগঞ্জ সীমান্তে এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন।

 

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা সন্ধ্যা ৬টায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান, সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে রহনপুর ব্যাটালিয়নের আয়োজনে ৪ সদস্যের একটি মেডিকেল টিম শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাটালিয়নের অধিনস্থ কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার কিরণগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা প্রদাণ করে। এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মো. ফুয়াদ কবির তার তিন জন মেডিকেল সহকারীকে নিয়ে ওই এলাকার ৩ শত রোগীকে চিকিৎসা প্রদাণসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।

 

এতে সীমান্তবর্তী জণগণ বিজিবি’র প্রতি গভীর শ্রদ্ধা ও সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT