ঢাকা (দুপুর ১:৫৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:৪৮, ২৭ অক্টোবর, ২০২২

নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে যুব দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় জাতীয়তাবাদী যুব দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তাবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহŸায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো.

তসিকুল ইসলাম তসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব মো. শামসুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন এক দু:সময়ের মধ্যে চলছে। আওয়ামীলীগের স্বৈরাচারিত্বে জাতি এখন অতিষ্ট। এই স্বৈরাচারিত্ব মনোভাব নিয়ে এক সময় দেশ শাসন করা জাতীয় পার্টির এরশাদ সরকারের শাসন আমলকেও হার মানায়। রেমিটেন্স কমে গেছে। চাল-ডাল-তেল-আটাসহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গেছে বেড়ে। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেছে। সাধারণ জণগণ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আর এসবের প্রতিবাদ করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গণ মানুষের জন্য করা আন্দোলনকে পথে পথে বাধা দেয়া হচ্ছে। তারপরেও চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহের মতো বড় বড় মহা সমাবেশে সাধারন জনগন অংশগ্রহণ করেছে। সাধারন জনগন বিএনপিকে ভালোবেসে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখে আওয়ামীলীগ সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিএনপি’র মতো একটি বড় রাজনৈতিক বিরোধী দলকে গণতন্ত্র পূনরুদ্ধারে করা আন্দোলনকে কোনভাবেই ঠেকিয়ে রাখা যাবেনা। আর তাই সকলকে একত্রিত হয়ে ফেসিবাদ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহŸান জানানো হয় যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ থেকে।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। এর আগে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাউনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে উপস্থিত হয়।

 

জাতীয়তাবাদী যুব দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান অনুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT