ঢাকা (বিকাল ৫:৪১) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বিএনপি’র নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock বুধবার সন্ধ্যা ০৭:২০, ১৯ অক্টোবর, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা শাখার নব নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলাহাট পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা আহবায়ক কমিটির এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় নব নির্বাচিত আহবায়ক কমিটির আহŸায়ক আলহাজ্ব মোহা. ইয়াজদানী আলীম আল রাজী জর্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আহŸায়ক কমিটির সদস্য সচিব মো. আবদুল কাদের, যুগ্ম আহবায়ক মোসা. শাহানাজ খাতুন, সদস্য মো. রহমত আলী মেম্বার, মো. আজিজুর রহমান মেম্বার, মো. হাসান আলী মেম্বার এবং আলহাজ্ব মো. এনামুল হক।

 

পরিচিতি সভায় বক্তারা বলেন, দেশের জনগন এখন এক দুঃসময়ের মধ্যে জীবন যাপন করছেন। যে গণতন্ত্রের জন্য বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মো.

জিয়াউর রহমান আমৃত্যু সংগ্রাম করে গেছেন, দলের চেয়ারপার্সন গণতন্ত্রের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া হয়েছেন কারাবন্দী আর রাজনীতিতে তরুনদের অগ্রনায়ক তারেক রহমান হয়েছেন দেশান্তর সে গণতন্ত্রকে পূণরায় প্রতিষ্ঠা করার জন্য দলের প্রতিটি সদস্যকে এক হয়ে কাজ করার আহŸান জানান বক্তারা। আর তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে ও দলকে সুসংগঠিত করতে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি জনগণকে সাথে নিয়ে প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে গঠন করার অঙ্গীকার করেন নব নির্বাচিত আহŸায়ক কমিটির সদস্যরা।

 

মতবিনিময় শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, কারাবন্দী বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনা এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাসহ গনতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী দলের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

পরিচিতি সভায় নব নির্বাচিত আহবায়ক কমিটির সদস্য মো. জহরুল হক, মো. আব্দুর রশিদ, যুবনেতা আব্দুল আজিম, মো. তোহিদুল ইসলাম রয়েল, ছাত্রনেতা মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিবসহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT