ঢাকা (দুপুর ১২:০৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৭:৩৯, ১০ অক্টোবর, ২০২১

দেশের কয়েকটি পৌরসভার মধ্যে আগামী ২ নভেম্বর ৭ম ধাপে অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন। আর এই পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রোববার ১০ অক্টোবর বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

এ দিনে মেয়র পদে মোট ৯ জন মনোনায়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- আলহাজ্ব মো. মোখলেসুর রহমান (আওয়ামী লীগ), মো. নজরুল ইসলাম (বিএনপি), এ্যাডভোকেট মো. ময়েজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী), শাহনেওয়াজ খান সিনা (বিএনপি বিদ্রোহী), মাওলানা মো. আব্দুল মতিন (স্বতন্ত্র), জাসদ নেতা মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), সামিউল হক লিটন (স্বতন্ত্র), আব্দুল হাকিম (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মো. মোস্তাফিজুর রহমান মুকুল (জামায়াত)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৮৬ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় নিজ নিজ প্রার্থীর পক্ষে দলীয় নেতা কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ সকল বিষযে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, আগামী ২ নভেম্বর মঙ্গলবার চাঁপাইবাবগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই ১১ অক্টোবর সোমবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১২ অক্টোবর মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর বৃহস্পতিবার, আপিল নিষ্পত্তির শেষ তারিখ ১৬ অক্টোবর শনিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর রোববার এবং প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর সোমবার।

এদিকে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন সকল প্রার্থী মিছিল সহকারে এসে জমা দেন মনোনয়ন পত্র। এদিন মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন বিশাল কর্মী নিয়ে শোডাউন মিছিল করেন। আওয়ামী লীগের নৌকার টিকিট পেতে সামিউল হক লিটনও প্রার্থী ছিলেন। কিন্তু দল মনোনয়ন দিয়েছে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোখলেসুর রহমানকে।

এখন ২ নভেম্বর ভোটের মধ্য দিয়েই বোঝা যাবে শেষ হাসি কে হাসবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT