ঢাকা (ভোর ৫:৩৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসে হিন্দির প্রকোপ; নৃত্য-গানে মাতোয়ারা এলাকাবাসী

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০২:৪৬, ৩১ মার্চ, ২০২২

বাংলাদেশের স্বাধীনতা দিবস। এদিনকে জাতীয় দিবস হিসেবেও ঘোষণা দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান। আর সেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিলো আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে একের পর এক হিন্দি গানে নৃত্য পরিবেশন চলছে। আর সামনে বসে তা উপভোগ করেছেন জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ। সেই নৃত্য আবার ফেসবুক লাইভে প্রচার করা হয়েছে ইউপি চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ফেসবুক আইডি থেকে। কিন্তু পরে ইউপি চেয়ারম্যান ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের আইডি থেকে এসব লাইভ ভিডিও ডিলেট করা হয়েছে।

কালিনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক সারীতে উপস্থিত ছিল স্কুলের শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে স্বাধীনতা দিবসের মতো এমন আয়োজনে ভারতীয় হিন্দি গানের নৃত্য পরিবেশন করা স্বাধীনতা চেতনা বিরোধী ও অনৈতিক বলে মনে করেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। তিনি বলেন, ভিডিওটি দেখার পর খুবই কষ্ট পেয়েছি। একজন জেলা পরিষদ সদস্য, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এসব কেমন করে হতে পারে? তাদের উচিত ছিল জাতীয় দিবসের এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করা। ভারতীয় হিন্দি গানের নাচ করা বা করতে দেয়ার মাধ্যমে তারা নিজেদেরকে স্বাধীনতার প্রতি উদাসীন বা বিরোধী হিসেবে পরিচয় দিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা জানান, কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে বাদই দিলাম, অন্তত একজন শিক্ষক বা আওয়ামীলীগ নেতা হিসেবে তার উপস্থিতিতে এমন ঘটনা কাম্য নয়। এসবের কারনে তরুণ প্রজন্ম দিনদিন মহান স্বাধীনতা চেতনা বিরোধী হিসেবে নিজেদের গড়ে তুলবে।

প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী নিসান আলী বলেন, আমরা অবাক হয়েছি। হিন্দি গানের নাচের ভিডিও আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের আইডিতে লাইভ করা হয়েছে। ৭টি গান শেয়ার করা হয়েছিল। তার মধ্যে একটি গম্ভীরা ও দেশাত্ববোধক, বাকিগুলো সব হিন্দি গানের নাচ। নূন্যতম কান্ডজ্ঞান থাকলে এসব হয় না। এসব থেকে তরুণ প্রজন্ম কি শিখবে ? এমন গর্হিত কাজের জন্য আয়োজকদের ক্ষমা চাওয়া উচিত।

এ বিষয়ে সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান মুঠোফোনে জানান, অনুষ্ঠানের আয়োজন স্কুল কর্তৃপক্ষ করলেও বিকেলে স্থানীয় যুবকরা গান-বাজনা করে। তাদের মাঝে যাতে কোন ঝামেলা না হয়, তাই আমরা উপস্থিত ছিলাম। স্থানীয় ছেলেরাই এমন হিন্দি গানে নাচ করেছে। দিনব্যাপী নানা আয়োজন ও দেশাত্মবোধক গানেরও অনুষ্ঠান হয়েছে।

তবে নিজের ফেসবুক আইডিতে লাইভ ভিডিও আপলোড কেন করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের সময় এক ছেলে আমার ফেসবুক আইডি নেয়। তখন থেকে সেই আমার ফেসবুক চালায়। আমি ফেসবুকে ভিডিও শেয়ার করার বিষয়ে জানি না। এমনকি এখন পর্যন্ত ভিডিওটা দেখিনি।

জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, দুই জন শিশু ও একজন ১৩-১৪ বছরের যুবতী মেয়ে হিন্দি গানে নাচ করেছিল। কিন্তু সেখানে কোন অশ্লীলতা ও নোংরামি ছিল না। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হিন্দি গানের নৃত্য করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান রবিবার (২৭ মার্চ) রাতে মুঠোফোনে জানান, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই থাকে। তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গানে নাচ করার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, পরপর কয়েকটি হিন্দি গানে নাচ করে স্থানীয় কয়েকজন তরুণী ও শিশু। তবে এছাড়াও গম্ভীরা গান, দেশাত্মবোধক গানের আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT