ঢাকা (রাত ১:০৬) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার ১২:৫৫, ১৪ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ রেলগেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রাস্তায় কংক্রিট ফেলে জনসাধারণের চলাচল বন্ধের প্রতিবাদে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে রবিবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপি পৌর এলাকার বিদিরপুর মোড়ে রেল লাইনের ওপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ফাতিমা জিনিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ।

এ সময় বক্তারা প্রতিবাদ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলগেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রেল লাইনের রাস্তা দিয়ে এলাকাবাসী গত ৪০ বছর ধরে যাতায়াত করে আসছেন। কিন্তু হঠাৎ করেই রেলকর্তৃপক্ষ সেই রাস্তার বিভিন্ন স্থানে কংক্রিট শ্লিপার ফেলে রাস্তা বন্ধের প্রাথমিক উদ্যোগ নিয়েছে। এতে এলাকাবাসীকে হয়রান হয়ে বিকল্প দূরের রাস্তা দিয়ে ঘুরেঘুরে যাতায়াত করতে হচ্ছে। আর রাস্তাটি পুরোপুরি বন্ধ হলে পৌর এলাকার ১, ২ ও ৩ নং ওর্য়াডবাসী চরম বিপাকে পড়বে।

সেহেতু রেলকর্তৃপক্ষ কোনভাবেই এই রাস্তার বিভিন্ন স্থানে কংক্রিট শ্লিপার ফেলে রাস্তা বন্ধ করতে পারেননা। আর তাই অনতিবিলম্বে কংক্রিট সরিয়ে না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে আমনুরা রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী শেখ আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রেল দুর্ঘটনা এড়াতে চাঁপাইনবাবগঞ্জ রেলগেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি উর্দ্ধতন কর্মকর্তার চিঠির প্রেক্ষিতে কংক্রিট পিলার দিয়ে এমনভাবে বন্ধ করা হচ্ছে যেন কেই একজন সাইকেল নিয়ে যাতায়াত করতে পারে।

মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT