ঢাকা (সন্ধ্যা ৭:৪২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নির্মিত হবে হাইটেক পার্ক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১১:৩৮, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

“নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান ডিজিটাল এবং সময় উপযোগী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। আর দেশের প্রত্যেক ক্ষেত্রে তিনি মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানসহ দক্ষতা বৃদ্ধিতে কারিগরী শিক্ষার উপর ব্যাপক গুরুত্বারোপ করেছেন।

আর এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও হাইটেক পার্ক নির্মাণ করা হবে। যেখানে বসে যুবকরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবেন। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। এছাড়াও তাদের পরিবারগুলো আর্থিকভাবে স্বচ্ছল হবে। কেননা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার মধ্য দিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা আয় করে দেশে পাঠাচ্ছেন।

আর তাই দালাল ধরে বিদেশে না যাবার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, যুবকদের দক্ষতা অর্জনের মাধ্যমে সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সরকারি মাধ্যমে বিদেশে যেতে হবে। কেউ দালাল ধরে গেলে কাংক্ষিত ফল পাওয়া যাবেনা। ফলে অনেক পরিবার ধুঁকে-ধুঁকে মারা যায়। অতএব দালাল চক্র থেকে সাবধান থাকতে পরামর্শ দেয়া হয় সেমিনারে।

এ সময় অলোচনা সভায় টিটিসির চীফ ইন্সট্রাক্টর জাকির হোসেন, সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক ও সিনিয়র শিক্ষক সাঈদী হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT