ঢাকা (দুপুর ১:৩৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০৩, ২৮ অক্টোবর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌডালা এলাকার মহানন্দা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থী রহনপুর পৌর এলাকার হামিদপাড়া মহল্লার আব্দুল আলিমের ছেলে হোসাইন(১৫)। এ বিষয়ে নিহত শিশুর বাবা আলিম জানান, বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রহনপুর পৌর এলাকার রেল ব্রীজের নিচে মহানন্দা নদীতে গোসল করতে নামে হোসাইন। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ব্যর্থ হয়। পরবর্তীতে শুক্রবার সকালে চৌডালা এলাকা থেকে ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা পড়ুয়া একজন শিশু শিক্ষার্থী ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করলে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানায় একটি ইউপি মামলা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT