ঢাকা (সকাল ১১:৩০) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪০ জনের করোনা পজিটিভ 

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩২, ৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে একদিনে জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ৭৩ জন শনাক্ত রোগিকে সুস্থ্য ঘোষণা করা হলেও নতুন রেকর্ডে আক্রান্তের সংখ্যা বেড়েছে। সোমবার প্রাপ্ত এক তথ্যমতে জেলায় নতুন করে আরও ৪০ জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এদের মধ্যে নাচোল উপজেলায় ১ জন, শিবগঞ্জ উপজেলায় ৫ জন, গোমস্তাপুর উপজেলায় ৮ জন এবং সদর উপজেলায় ২৬ জন। স্বাস্থ্য বিভাগ নতুন এই ৪০ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি আরো জানান, সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে আসা ১২৬ টি নমূনার পরীক্ষায় ৪০ জন আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত দাঁড়ালো ১ হাজার ১৬ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৮৮৯ জন। জেলা জুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১০৭ জন রোগীর মধ্যে ৬২ জনই সদরের। আর ২৫ জন শিবগঞ্জের, ১৫ জন গোমস্তাপুরের, ৪ জন ভোলাহাটের ও ১জন রয়েছেন নাচোলের।

এদিকে এ মরণব্যাধি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১০৭ জন রয়েছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT