চাঁপাইনবাবগঞ্জে ঝাঁইটনকে সমর্থন দিয়ে রয়েলের প্রার্থিতা প্রত্যাহার
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শনিবার রাত ০৯:১২, ২৯ অক্টোবর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে আনোয়ারুল ইসলাম ঝাঁইটনকে সমর্থন দিয়ে আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রয়েল আহমেদ বিশ্বাস। তারা দুজনেই আসন্ন জেলা পরিষদের নির্বাচনে নাচোল উপজেলা থেকে সাধারণ আসন-২ এ নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।
দুজনেরই আছে প্রচুর জনসমর্থন। তারপরেও প্রতিক বরাদ্দের পরে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন এমন প্রশ্নের জবাবে রয়েল বিশ্বাস বলেন, অন্যদের মতো তিনিও বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার একজন একনিষ্ঠ কর্মী। বিগত দিনে তিনি নাচোল উপজেলা থেকে জেলা পরিষদের একজন সদস্য ছিলেন। আর তাই দলের মধ্যে বিভাজন না রাখার স্বার্থে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাঁইটনকে সমর্থন দিয়েছেন। এক্ষেত্রে দল থেকে কোন ধরনের চাপ নেই বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিন সংবাদ সম্মেলনে। আর তাই চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে নাচোলের প্রার্থী আনোয়ারুল ইসলামকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যম সদস্য নির্বাচন করে উপজেলার উন্নয়নে এক সাথে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার করেন রয়েল বিশ্বাস।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে প্রার্থীতা প্রত্যাহারের সময় অন্যান্যের মধ্যে নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিতাই চন্দ্র বর্মন, সাবেক ছাত্রনেতা শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে অটো প্রতিক নিয়ে রয়েল বিশ্বাস এবং টিউবওয়েল প্রতিক নিয়ে আনোয়ারুল ইসলাম ঝাঁইটন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।