চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ১১:৩৮, ২১ ফেব্রুয়ারী, ২০২২
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত শহিদ মিনারে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক একেএম গালিব খান। পরে পুলিশ প্রশাসনসহ একে একে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস। পরে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নবাবগঞ্জ সরকারী কলেজে অবস্থিত শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আলহাজ্ব মো. মোখলেসুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রোকনুজ্জামান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, ইঞ্জিনিয়ার মো. মাহতাব উদ্দিন, ডা. দুরুল হুদা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাকিব, জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক মো. সাইফ জামান আনন্দসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সকালেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।