ঢাকা (সকাল ৯:৪৪) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দ্রিমা উদ্যানে পুলিশ ও বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock মঙ্গলবার দুপুর ০২:৪৪, ১৭ আগস্ট, ২০২১

চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে বিএনপি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক গুলিবিদ্ধ হন। বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিনা কারণে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন,‘আমাদের কোনো নেতাকর্মীকে জিয়াউর রহমানের কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি।’ এ সময় তিনি নিজেও গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন।

এদিকে ঘটনার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান অভিযোগ করে বলেন, ‘পুলিশ সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রথমে ধাওয়া দিয়ে লাঠিপেটা করেছে। পরে টিয়ার শেল ও গুলি করে। আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ ভবনের দিক থেকে চন্দ্রিমা উদ্যানে প্রবেশের পথ বন্ধ থাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিক থেকে মাজারে যেতে চান বিএনপি নেতাকর্মীরা। বিএনপির অভিযোগ, পুলিশ ওই পথ দিয়েও তাদের যেতে বাধা দেয়। এ সময় পুলিশ টিয়ার শেল ও গুলি ছোড়ে।

কিন্তু পুলিশের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিয়েছে। পৌনে এক ঘণ্টা পর সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশ কোনোভাবেই কাউকে ধাক্কাও দেয়নি, বাধাও দেয়নি। কিন্তু বিএনপির নেতৃবৃন্দের যারা ফুল দিতে আসার কথা, তারা আসার আগেই কিছু উশৃঙ্খল লোকজন পাঠিয়ে দিয়ে আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।’




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT