ঢাকা (দুপুর ১:১৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঘরে বউ তোলার আগে প্রাণ হারিয়েছেন রেদোয়ান

সিলেট জেলা ২৩৫৩ বার পঠিত
ঘরে বউ তোলার আগে প্রাণ হারিয়েছেন রেদোয়ান

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:২১, ৩ নভেম্বর, ২০২২

সিলেটের-জকিগঞ্জ সড়কে অটোরিকশা ও টেম্পুর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রেদোয়ান আহমদ চৌধুরী নামের এক তরুণ। তিনি সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট অংশের সড়কের বাজারের পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগেই আকদ সম্পন্ন হয় রেদোয়ানের। শুক্রবার তার দাদীর শিরনী ছিলো। দাদীর শিরণীতে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশায় করে মাকে নিয়ে জকিগঞ্জে গ্রামের বাড়ি যাচ্ছিলেন রেদোয়ান। দুর্ঘটনায় তার মা পান্না বেগমসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেদোয়ান মাহমুদ চৌধুরী জকিগঞ্জের মানিকপুর ইউপির খলাদাফনিয়া গ্রামের মাওলানা কবির আহমদ ও পান্না বেগম দম্পত্তির এমাত্র ছেলে। তিনি এমসি কলেজের অর্থনীতি বিভাগের ৩ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এছাড়া আহতদের একই হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ পূর্বে আমেরিকা প্রবাসী মেয়ের সঙ্গে রেদোয়ান মাহমুদ চৌধুরীর আকদ সম্পন্ন হয়।

স্ত্রীকে ঘরে ওঠানোর আগেই না ফেরার দেশে চলে গেলেন রেদোয়ান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT