ঢাকা (সকাল ৯:৩৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুর পৌর শহরের ৬০টি স্থানে শ্যামা পূজার আয়োজন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ০৩:০৬, ১৫ নভেম্বর, ২০২০

সনাতন ধর্মবিশ্বাসীদের আজ শ্রী শ্রী শ্যামা পূজা পালিত হচ্ছে। পুরান মতে, এই শ্যামা বা কালী পূজার মধ্য দিয়ে সকল অশুভ শক্তির পরাজয় হয়ে শুভ শক্তির উদয় হবে।

এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বাসা-বাড়ী ও সার্বজনীনভাবে ৬০টি শ্যামা পূজার আয়োজন করেছে পূজারীরা।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রত্যেক বাসা-বাড়ীর বৌ-ঝিরা বাসার আঙ্গিনাসহ মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে দীপাবলী পালন করে। এক্ষেত্রে অমাবশ্যা তিথি দুপুর ১১টায় লেগে যাওয়ায় এবছর রাত্রির প্রথম প্রহরেই দীপ প্রজ্বলন ও সকল পুজা অর্চনার কর্মকান্ড সমাপ্ত হবে বলে জানিয়েছেন পুরোহিত আরাধন চক্রবর্তী।

পৌর শহরের ঋষি পল্লী, হরিজন পল্লী, কালীপুর বাগান বাড়ী কালী মন্দির, কালী খলা কালী মন্দির, মধ্যবাজার পাল মন্দির, সাহা কালী মন্দির, দুর্গাবাড়ী পূজা মন্দির,শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মন্দির,চক পাড়া, বাড়ীওয়ালা পাড়া, ভালুকা, ঘোষপাড়া, ষ্টেশনরোড, রাইসমিল, মাষ্টারপাড়া, স্বর্গীয় মানিক বাবুর বাসা, অনিল ঘোষের বাসা, নিতাই পালের বাসা, বাগানবাড়ী শিপনের বাসাসহ শহরের বাসা-বাড়ী ও সার্বজনিন মন্দিরগুলোতে প্রায় ৬০টি শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে।

পূজারী কালিখলা মন্দিরের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু বলেন, দীপাবলীর প্রদীপের আলোয় পৃথিবী করোনা মুক্ত হউক ও ঘুছে যাক সকল অন্ধকার এটাই শ্যামা কালী মায়ের কাছে প্রার্থনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT