ঢাকা (সকাল ৯:৪৫) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ৫৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূঁজার আয়োজন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ১০:৪১, ২২ সেপ্টেম্বর, ২০২০

করোনা সংকটের কারনে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের ২৬টি বিধি-নিষেধকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। এবছর উপজেলার পৌর শহরসহ ১০টি ইউনিয়নে ৫৭টি মন্ডপে দুর্গাপূঁজার আয়োজন করা হয়েছে।

আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এই দুর্গোৎসব। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কর জানিয়েছেন, এবার গৌরীপুর উপজেলায় পৌরশহরে ১৬টি, মইলাকান্দা ই্উনিয়নে ৬টি, গৌরীপুর ইউনিয়নে ২টি, অচিন্তপুর ইউনিয়নে ৫টি, মাওহা ইউনিয়নে ৪টি, সহনাটী ইউনিয়নে ২টি, বোকাইনগর ইউনিয়নে ৪টি, রামগোপালপুর ইউনিয়নে ৫টি, ডৌহাখলা ইউনিয়নে ১০টি, ভাংনামারী ইউনিয়নে ১টি ও সিধলা ইউনিয়নে ২টি দুর্গাপূঁজার আয়োজন করা হয়েছে। ইত্যেমধ্যেই প্রতিমা নির্মানের কাজ প্রায় শেষের পথে। এখন শুধু স্থায়ী ও অস্থায়ী মন্দিগুলো নির্মাণ ও ঝাড়-মুচ করার পালা।

তবে বিধি-নিষেধের কারনে পূঁজায় প্রতিমা নির্মাণ ছাড়া অন্য কোন সৌন্দর্য্যর জাঁক-জমক থাকবে না। থাকবেনা আলোক সজ্জা বা সুদৃশ্য প্যান্ডেল ও তোরণ নিমার্ণের ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের মাঝে পৌর, উপজেলা ও পুলিশ প্রশাসন পূজায় কোন প্রকার আইনশৃংখলার অবনতি যাতে না ঘটে তার জন্য কঠোর নজরধারী রেখেছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT