গৌরীপুরে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযানের সমাপনি
ওবায়দুর রহমান বৃহস্পতিবার রাত ০৮:৪৯, ১৯ ডিসেম্বর, ২০২৪
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযানের সমাপনি দিনে বুধবার (১৮ ডিসেম্বর/২০২৪) মাদককে না বলুন স্লোগান বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ।
তিনি বলেন, একজন মাদকসেবী শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে কলুষিত করে। একজন মাদক ব্যবসায়ী পুরো এলাকার তারুণ্যশক্তিকে ধ্বংস করে দেয়। ওদেরকে রুখে দিতে হবে। মাদকের বিরুদ্ধে এ ধরণের প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে।
গত ২০ নভেম্বর ‘রুখতে হবে মাদক-জেগে উঠুক তারুণ্যশক্তি’ স্লোগানে এ প্রচার কার্যক্রমের শুরু হয়। মাদকবিরোধী সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ৭টি গ্রুপে ১৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। ৭টি গ্রুপে ২১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানী।
সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। মাদকবিরোধী প্রবন্ধ উপস্থাপন করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সহসম্পাদক শেখ বিপ্লব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সহভাপতি মহসিন মাহমুদ শাহ, সাংবাদিক মো. হুমায়ুন কবীর, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আলভী, আব্দুর রউফ দুদু, লুৎফর রহমান খোকন, মাহফুজুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, স্বজন এম এ বাশার ঝুলন, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, আফ্রিদি হাসান নিরব প্রমুখ।