গৌরীপুরে প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ
ওবায়দুর রহমান রবিবার রাত ১১:০১, ২৫ আগস্ট, ২০২৪
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেন অভিভাবকরা। রোববার (২৫ আগস্ট) সকালে অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ করেন।
জানা গেছে, সরকারের বরাদ্দকৃত অর্থের হিসাব চাওয়ায় ৮দিন যাবত বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক। এতে বাড়ছে অভিভাবকদের ক্ষোভ। প্রধান শিক্ষকদের দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের নিকট ক্ষুব্দ অভিভাবকরা অভিযোগ দায়ের করেন।
বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয় উন্নয়নের জন্য ২লাখ ৭০হাজার টাকা বরাদ্দ হলেও সেই টাকার কোনো কাজ না করেই ভুয়া বিল-ভাউচার দিয়ে এ অর্থ আত্মাসাৎ করা হয়েছে। প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম সজ্জিতকরণ ও শিক্ষার্থীদের উপকরণ ক্রয়ের টাকায় কিছু মালামাল নিজে কিনে সিংহভাগ টাকা লুট করেছে। এছাড়াও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির অভিযোগ আনা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, পুরাতন বই শিক্ষার্থীরা জমা দিয়েছেন। তবে এসব বই পড়ে কি-হয়েছে সেটা জানি না।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে কল দিলেও রিসিভ করেন নাই।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবু তাহের সিদ্দিক জানান, প্রধান শিক্ষক সভা করে সিদ্ধান্ত নিয়েছে কাজ করেছেন। যদি কোনো কাজ না করে থাকেন সে বিষয়ে প্রধান শিক্ষক বলতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে আসেন বলে নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম।
তিনি বলেন, প্রধান শিক্ষক দুর্নীতি-অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলে কোমলমতি শিশুদের ক্ষতি হবে, শিক্ষার্থীদের লেখাপড়ায় যেনো বিঘ্ন না ঘটে।