ঢাকা (রাত ৩:০৩) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ১১:৩০, ১০ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার চেয়ারম্যান প্রার্থীকে ২৩ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

এছাড়াও নির্বাচনী প্রচারগাড়িতে অতিরিক্ত মাইক ব্যবহার করায় অচিন্তপুর ও সহনাটি ইউনিয়নের আরো চার চেয়ারম্যান প্রার্থীর প্রচারগাড়ি ও মাইক জব্দ করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ ওবায়দুল্লাহ সুমনকে ৪ হাজার টাকা, রামগোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-আমিন জনিকে ৫ হাজার টাকা, ডৌহাখলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক সরকারকে ৬ হাজার টাকা ও ডৌহাখলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাইয়ুমকে ৮ হাজার টাকা।

এছাড়াও নির্বাচনী প্রচার গাড়িতে অতিরিক্ত মাইক ব্যবহার করায় সহনাটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন কাদের রুবেল, জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল, স্বতন্ত্র দুলাল আহমেদ ও অচিন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী জায়েদুল ইসলামের নির্বাচনী প্রচারগাড়ি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোন সুযোগ নেই। নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT