গৌরীপুরে উপহারের গাড়ি ও গাভী পেয়ে খুশি পাঁচ ভিক্ষুক
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার ১২:২১, ১৬ আগস্ট, ২০২২
জাতীয় শোক দিবসের অংশ হিসেবে, ময়মনসিংহের গৌরীপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায়; তিন ভিক্ষুককে অটোরিকশা ও দুই ভিক্ষুককে গাভী উপহার দেয়া হয়েছে।
সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এই উপহার দেয়া হয়। উপহার হাতে পেয়ে ভিক্ষুকরা খুশি হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়েজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রধান অতিথি থেকে ভিক্ষুকদের হাতে উপহারের গাড়ি ও গাভী তুলে দেন।
অটোরিকশা উপহার পেয়েছেন-উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মোকমিনা খাতুন, গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের আমিনা খাতুন, ডৌহাখলা ইউনিয়নের সিংজানী গ্রামের আবুল কাশেম।
গাভী উপহার পেয়েছেন-মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আনিছুর রহমান ও বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামের হেলেনা বেগম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন; উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।