ঢাকা (রাত ৩:৫৭) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


গোবিন্দগঞ্জে করোনায় চাল দেওয়ার নামে অর্থ উত্তোলনের অভিযোগ ভিত্তিহীন!

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ১১:০৫, ১০ এপ্রিল, ২০২০

 তারেক আল মুরশিদ, গাইবান্ধা থেকেঃ চারিদিক যখন করোনা আতংকে ভুগছে ঠিক সেই সময়েই করোনা কে পুঁজি করে খেটে খাওয়া সাধারন মানুষ জিম্মি করে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান আলী সাজু ‘র উপরে যে অভিযোগ তা ভিত্তিহীন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শাজাহান আলী সাজুর টাকা নেওয়ার অভিযোগ টি ভিত্তিহীন আদর্শ গ্রামের আনারদ্দিন ওসমান আলী একই গুচ্ছ গ্রামের শামীম মাইদুল আঃ রাজ্জক তারা বলেন চেয়ারম্যান খুব ভালো এক জন ভালো মানুষ সে এ ধরনে কাজ করতে পারে না এবং বড়দহ বাজারে বাবলু বলেন সাজু এমন এক জন মানুষ নিজের ঘরের খুটি মানুসকে দেয় ঘর করার জন্য তিনি এ কাজ করতে পারেনা৷ তিনি হরিরামপুরের এক জন সৎ মানুষ এ মিথ্যা বানোয়াট তথ্য বিশ্বাস করবেনা হরিরাম পুর বাসী৷

আভিযোগ আছে ভিজিডি,ভিজিএফ,বয়স্কভাতা, কর্মসৃজন প্রকল্পের তালিকা নিয়ে অনেক মেম্বার চেয়ারম্যানরে সাথে খারাপ আচারন করে।এছাড়াও টাকার লেনদেন নিয়ে বিভিন্ন সময়েই চেয়ার ম্যানের সাথে মেম্বরদের সাথে ঝামেলা কারণে কয়েক জন মেম্বরমিলেই গোবিন্দগঞ্জ উপজেলার মাননীয় সাংসদ এর নিকট গত ২৯শে মার্চ একটি লিখিত ভিত্তিহীন অভিযোগ করে৷

এবিষয়ে চেয়ারম্যান এর সাথে কথা হলে তিনি বলেন, “আমি আমি প্রতিবাদ জানাই আমি এ ধরনের কোনো লেনদেন করিনাই আমার কিছু কিছু মেম্বার ও কু চক্র মহল যোগসূএ করে আমার ব্যাপারে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্নতার চেষ্টা করছে।” তিনি আরো বলেন, “যারা আমার বিরুদ্ধে মিথ্যা গুজব বা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে আমার সম্মান হানী করছে”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT