ঢাকা (সকাল ১১:০৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১৭, ১৩ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়পত্র দাখিলের শেষদিন পর্যন্ত ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সাঘাটা ও ফুলছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন।

যারা মনোনয়নপত্র দাখিল করলেন–আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এইচএম গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা বাংলাদেশের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম সরকার, সৈয়দ মাহাবুর রহমান, শাহ মো. আবু বক্কর সিদ্দিক, নাহিদুজ্জামান নিশাদ, এইচএম এরশাদ, বেলাল হোসেন ইউসুফ।

গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলা মিলে এ আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখেরও বেশী। উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

উল্লেখ্য, গত ২৩শে জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সংসদীয় এই আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। যার ফলে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আসনটিতে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT