গাইবান্ধার ৫টি আসনে লাঙ্গলের হাল ধরলেন যারা
আসাদ খন্দকার মঙ্গলবার সকাল ০৯:৫৭, ২৮ নভেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় হাইকমান্ড।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মনোনয়ন প্রাপ্ত তালিকার মধ্যে গাইবান্ধার ৫টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন প্রাপ্ত হলেন যারা- গাইবান্ধ-১ (সুন্দরগঞ্জ) আসনে রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনে প্রয়াত ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপির ছেলে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী রুমান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা।
স্থানীয় সুত্রে জানা যায়, একসময়ে গাইবান্ধা ওই ৫টি আসন জাতীয় পার্টির দুর্গ ছিলো। এরই মধ্যে হাতছাড়া হয়ে দখলে নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। এবার দ্বাদশ নির্বাচনে এই দূর্গ উদ্ধারে লড়বেন সদ্য মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা।