ঢাকা (সকাল ৭:৫৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গত ২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ৮৮৭ জন, মৃত ১৪ জন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock রবিবার বিকেল ০৪:৩৯, ১০ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। গতকাল মারা গিয়েছিলেন আটজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২২৮ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৮৮৭ জন। গতকাল শনিবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা ছিল ৬৩৬। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৪ হাজার ৬৫৭ জন শনাক্ত হলেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা। দেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT