মেঘনায় খামারের নেট কেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি
ডেক্স রিপোর্ট শনিবার রাত ১১:০৫, ২০ নভেম্বর, ২০২১
কুমিল্লার মেঘনা উপজেলায় এক খামারের নেট কেটে প্রায় ৪ লাখ টাকার মামালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) উপজেলার মাধবপুর গ্রামের পশ্চিম পাশে দিবাগত রাতে এগ্রো ফার্মের বাউন্ডারির নেট কেটে এ চুরি করা হয়েছে।
জানা গেছে, খামার ঘর থেকে দামি মালামাল যেমন- ওয়েল্ডিং মেশিন, গ্রেন্ডিং মেশিন, ড্রিল মেশিন, ইলেক্ট্রিক ক্যাবল, গ্যাসের বোতল, জোগানসহ প্রয়োজনীয় আরো জিনিসপত্র। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
প্রতিদিনের মতো ন্যায় রাত ১১ টায় ফার্ম বন্ধ করে বাড়িতে যায় খামার মালিক আনিসুর রহমান। আনিসুর রহমান বলেন, ‘আজ শনিবার সকালে খামার খুলে দেখতে পাই খামারের বাউন্ডারি কাটা, ভিতরের মেশিনারি জিনিসপত্র নেই। আশেপাশের সকল স্থানে অনেক খুঁজাখুজি করে কোথাও পাওয়া যায়নি।’
এ বিষয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে বলে জানায় আনিসুর রহমান।