খানসামায় পাটোয়ারী পরিবারের ভালোবাসার উপহার সামগ্রী পেল ১৫০ কর্মহীন পরিবার
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2020/05/96734911_548723082416938_8355625391355854848_n.jpg)
মোঃ কামরুজ্জামান
শনিবার রাত ১১:৪৯, ৯ মে, ২০২০
ভূপেন্দ্র নাথ রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামার সরহর্দ্দ এলাকার বছির উদ্দিন পাটোয়ারী পরিবারের ভালোবাসার উপহার সামগ্রী হিসেবে, রমজান উপলক্ষে ও করোনার প্রভাবে কর্মহীন ও নিম্ন আয়ের ১৫০ দরিদ্র পরিবার পেল খাদ্য সহায়তা। ৯ মার্চ শনিবার সকালে বছির উদ্দিন পাটোয়ারী পরিবারের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সরহর্দ্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ কেজি চাল, ২কেজি আলু, মিষ্টি কুমড়া, হাফ লিটার সয়াবিন তেল, সাবান, লবণ প্যাকেট করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম বছির উদ্দিন পাটোয়ারীর ছেলে, নাতি-নাতনী সহ পরিবারের সদস্যগণ।