ঢাকা (সকাল ৭:৫০) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

খতিব, ইমাম ও সুধীজনদের সাথে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের মতবিনিময়

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার রাত ০৮:২৮, ৩ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম স্থানীয় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে পৌর মেয়রের পক্ষ থেকে ৪৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে ১৫০ জনকে ঈদ উপহার ও পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে হাদিয়া দেয়া হয়।

মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. রফিকুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় অংশ নেন গৌরীপুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলনা মো: মোস্তকীম, ক্বাদেরীয়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল হান্নান, মসজিদুল আমানের ইমাম ও খতিম শামছুল আলম ভূঁইয়া, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য এইচএম খায়রুল বাসার, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রউফ মোস্তাকিম, এমরান মুন্সী, সাদেকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT