ঢাকা (রাত ১:১৬) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১০:৩৩, ৮ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: কু‌ড়িগ্রা‌মে মানবতাবিরোধী অপরাধে জ‌ড়িত থাকার অভিযোগে  উলিপুর ও রাজারহাট উপ‌জেলা থে‌কে ১৩ জনকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।গত শ‌নিবার (৭ মার্চ) রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা‌ থে‌কে তা‌দের গ্রেফতার ক‌রা হয়।গ্রেফতারকৃতরা হ‌লেন ম‌ফিজল হক, সাইদুর রহমান, শাহজাহান আলী (৭০), আব্দুল কা‌দের, আব্দুর র‌হিম (৬৪),  ইছহাক আলী (৮০), ইসমাঈল হো‌সেন (৬২), আকবর আলী (৯০), ওসমান আলী(৭০), সোলায়মান আলী (৭০), নুরুল ইসলাম (৬৯), আব্দুর রহমান (৬২)।
কুড়িগ্রামের উলিপুর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় এদের সবার বা‌ড়ি ।এছাড়াও রাজারহাট উপ‌জেলার উমর ম‌জিদ ইউ‌নিয়‌নের বালাকা‌ন্দি গ্রাম থে‌কে মকবুল হো‌সেন (৭০) না‌মে একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। পু‌লিশ জানায়, কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলা থে‌কে ১২ জন এবং রাজারহাট উপ‌জেলা থে‌কে একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। যুদ্ধাপরাধ ট্রাইব‌্যুনালের আইসিটি বি‌ডি মিস‌কেস ১/২০২০ এর প্রেক্ষি‌তে গ্রেফতারদের বিরু‌দ্ধে ওয়া‌রেন্ট ইস‌্যু করা হ‌য়ে‌ছে।কু‌ড়িগ্রাম পু‌লিশ সুপার  মুহাম্মদ ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT