ঢাকা (ভোর ৫:৪৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে দুর্যোগ ও অভিযোজন শীর্ষক দু’দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার দুপুর ০২:৫৪, ১৪ জানুয়ারী, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র আয়োজনে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের টেরেডেস হোমস ফাউন্ডেশন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র পরিচালক, অধ্যায়ন ও প্রশিক্ষণ ইলিয়াস ভূইয়া। প্রশিক্ষণ শেষে তিনি অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট হস্তান্তর করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, স্থানীয় এনজিও ভিউ এর নির্বাহী পরিচালক এনামুল হক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার , রাইজিংবিডি’র সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম মন্টু, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।ন্যাশনাল এলায়েন্স অব হিউমেন্টেরিয়ান এক্টরস বাংলাদেশ (নাহাব)এর অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণে কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ের ২৫জন সাংবাদিক অংশগ্রহন করেন।

প্রশিক্ষণের মাধ্যমে কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের দুর্যোগ ও জলবায়ু বিষয়ক রিপোর্টিং এর কৌশল সম্পর্কে অবহিত করা, সমসাময়িক প্রেক্ষাপটে দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার চ্যালেঞ্জসমূহ অবহিতকরণ এবং উত্তরণের উপায় ও জেলার সাংবাদিকদের দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনের প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত করাই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য ছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT