কুড়িগ্রামে করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে সেনাবাহিনী
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১০:৩৬, ২৬ মার্চ, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনা প্রতিরোধে শৃংখলা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার(২৬ মার্চ) সকাল থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মোবাইল টিমের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় টহল জোড়দার করা হয়েছে। যৌথ টহলদল শহরে জনসমাগম রোধ, জীবানুনাশক স্প্রে ও জনসচেতনা সৃষ্টিতে শহরজুড়ে কার্যক্রম পরিচালনা করে। যৌথ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সুদীপ্ত কুমার সিংহ। সাথে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর জহুরুল ইসলাম প্রমুখ।
যৌথ মোবাইল টিমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, নিরাপদ দূরত্ব থেকে প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হবেন না।জনসমাগম দেখা দিলেই সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়া হবে।মোবাইল টিম প্রতিদিন সকালে এবং বিকেলে টহল কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য,বৃহস্পতিবার সকাল থেকে ১২ সদস্যের যৌথ মোবাইল টিমে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার ও ভিডিপি দলের সদস্যরা কাজ করছে। এছাড়াও করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে রংপুর সেনানিবাস থেকে ২১ সদস্যের একটি দল কুড়িগ্রামে লক ডাউন কাজে সহযোগিতা করছে।