ঢাকা (ভোর ৫:০৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কুষ্টিয়া পাউবো’র নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মালিথার সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock রবিবার ১২:২৩, ২০ ডিসেম্বর, ২০২০

শনিবার সকালের দিকে কুষ্টিয়া পাউবো’র নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু’র দুর্নীতির বিরুদ্ধে পুনাক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মালিথা।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মালিথা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে অমান্য করে চলমান কাজ থাকা সত্ত্বেও কোটি টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একের পর এক কাজ দিয়ে যাচ্ছেন । এ ব্যাপারে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু’র সাথে বার বার আলাপ করেও কোন সুরাহা হয়নি।

তিনি বলেন, কাজ চলমান থাকা সত্ত্বেও সালেহ আহমেদ’র ২টি, লিয়াকত আলীর নামে ৪টি, নাসির উদ্দিন মোল্লার ৩টি, সৈকত এন্টারপ্রাইজের ২টি, ন্যাচারাল এর ২টি, ন্যাশান টেক এর ৩টি ও তাজোওয়ার ট্রেড সিস্টেম লিঃ ২টি কাজ এখনো(১০%-২০%) সম্পন্ন হয়নি। এতদাসত্ত্বেও নতুন করে ন্যাচারাল সালে আহমেদ ও ন্যাচারাল লিয়াকত আলীকে আবারও কাজ পাইয়ে দিয়েছেন নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কুন্ডু। এতেই প্রমাণিত হয় যে, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেছে। নির্বাহী প্রকৌশলী তাদের সাথে আঁতাত করে পুনরায় তাদেরকে শত  কোটির টাকার কাজ পাইয়ে দিয়েছেন। একই প্রতিষ্ঠানের একাধিক কাজ থাকায় কাজের মান খারাপ ও কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। এ কারণে নামে মাত্র কিছু ঠিকাদারী প্রতিষ্ঠান অঢেল সম্পদের মালিক হচ্ছেন। একই সাথে কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলীর নামে-বেনামে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। অন্যদিকে বাকী ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কাজ না পেয়ে হতাশার মধ্যে রয়েছেন ।

বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ মালিথা আরো বলেন, গত (২৪শে নভেম্বর) মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন যে, কোন ঠিকাদারী প্রতিষ্ঠান চলমান কাজ শেষ না করলে নতুন কোন কাজ দেওয়া যাবে না । সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বক্তব্য তুলে ধরেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সদস্য মো: আসাদুল ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব বলেছিলেন , আমাদের অনেক প্রকল্প, নির্মাণে দেরী হয়ে যায়। এই দেরীর একটাই কারণ হলো একই ঠিকাদারী প্রতিষ্ঠান অনেক গুলো কাজ পেয়ে থাকে। মুষ্টিমেয় প্রতিষ্ঠান কাজ করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কে কত গুলো কাজ পেয়েছে, কাজ সময়মত শেষ করেছে কি না? কোন সময় শেষ করেছে? এ সবের একটি তালিকা সব মন্ত্রণালয় তৈরি করবে এবং তা প্রকাশ করতে হবে বলে জানিয়েছিলেন সেই সভায়। (চলমান) কাজ শেষ করলে পরের কাজ পাবে। এর দুটি উদ্দেশ্য। একটি হলো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে নির্মাণ কাজের জন্য, মুষ্টিমেয় প্রতিষ্ঠানের মধ্যে সীমিত থাকবে না। দ্বিতীয়ত সময়মত নির্মাণকাজ শেষ হবে। সুত্র ১! প্রধানমন্ত্রী কার্যালয়ের স্মারক নং – ০৩০৭৩০৪৬২১০০০০১২০১৮২৫৯ তারিখ ৩রা,অক্টোবর ২০১৯ খৃস্টাব্দ।

তিনি বলেন, কিন্তু কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে সিন্ডিকেট এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পাউবোর নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু। তিনি আরও বলেন, আমরা তার সাথে আঁতাত না করার কারণে কাজ পায়নি। এতে দিন দিন  আমরা মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। পাউবোর নির্বাহী প্রকৌশলীর ঘুষ বাণিজ্য যদি ঠেকানো না যায় তাহলে বাকী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো চরম ক্ষতির সম্মুখীন হবে। তিনি সংবাদ সম্মেলেনে নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডুর ঘুষ বাণিজ্য বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডের সংশিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT