ঢাকা (সকাল ৭:৪৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ডিবি পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ধারী ডাকাত চক্রের ৩ জনকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া রফিকুল ইসলাম, কুষ্টিয়া Clock মঙ্গলবার রাত ০২:৪১, ১ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বার (১২) মাইল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ/র‍্যাব/বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে অভিনব কৌশলে ডাকাতি করা আন্তঃদেশীয় ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি বিদেশী পিস্তল, গুলি, বার্মিজ টিপ চাকু, ডেগার, মাদকদ্রব্য, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো যুক্ত টি-শার্ট, স্পেশাল সিকিউরিটি কমান্ডো লোগো যুক্ত টি-শার্ট, ওয়াকি টকি, হ্যান্ডকাপ, নিরাপত্তা বাহিনীর বুট, র‍্যাব এর ক্যাপ, নগদ ৯২,১৩৩(বিরানব্বই হাজার ১শ তেত্রিশ) টাকা, স্বর্ণালঙ্কার ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডাকাত দলের সদস্যরা ডিবি পুলিশ/র‍্যাব/বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে প্রায় প্রতিদিনই এক বা একাধিক জেলায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। গত ১৫ দিনে ডাকাত দলের সদস্যরা কুষ্টিয়া, যশোর ,ঝিনাইদহ,পাবনা, রাজশাহী ,বগুড়া, মানিকগঞ্জ, বরিশাল ও ঢাকা জেলাসহ বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল।

কুষ্টিয়া ডিবি পুলিশ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ডাকাত দলের সদস্যদেরকে আটক করতে সক্ষম হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT